সোহেল ফের ৪ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৬:১২ পিএম
ফাইল ফটো

ঢাকা: পাঁচ দিনের রিমান্ড শেষ হতে না হতেই এবার আরো চারদিনের জন্য রিমান্ডে নেয়া হলো বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে। প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাই ও পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় তাকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।

রমনা থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোহেলের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম খান। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সোহেলকে পাঁচদিনের রিমান্ডে পাঠান মুখ্য মহানগর (সিএমএম) আদালত। সে রিমান্ড শেষ হলে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সোহেলকে হাজির করে আবারো রিমান্ডের আবেদন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সোহেলকে আসামি করা হয়। এই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।

সোনালীনিউজ/এমএইচএম