ব্যারিস্টার রফিকুল ইসলাম কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৮, ০৬:০৮ পিএম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে ডিবি কার্যালয় থেকে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেয়া হয়।

আদালতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর হয়। পরে রফিকুল ইসলাম মিয়াকে সুচিকিৎসা ও কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন জানালে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুবের আদালত তাকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়াও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সন্ধ্যায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ইস্কাটনের বাসায় ফেরার পর রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

সোনালীনিউজ/এমএইচএম