জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে তরিকতের রিট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০৮:১৯ পিএম

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।  সোমবার  হাইকোর্টে তিনি এ রিট দায়ের করেন।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন- এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আজ বিকেলে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/এমটিআই