ফের পিছিয়েছে খালেদার ১১ মামলার শুনানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ০৬:২৩ পিএম
ফাইল ফটো

ঢাকা: মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  ১১ মামলার শুনানি ফের পিছিয়ে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) ১১ মামলার মধ্যে একটি মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

খালেদার মামলাগুলো হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। গত ১৭ ফেব্রুয়ারি একই আদালত একই কারণে সময়ের আবেদন মঞ্জুর করে ৪ মার্চ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মামলাগুলির উপর শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ দুই মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম