ঢাকা: আওয়ামী লীগের মিছিল থেকে দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গুলিস্তানে মিছিল থেকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানাতে পারেননি তিনি।
[249530]
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, একই দিনে রাজধানীর আরও অন্তত চারটি স্থানে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ডিএমপির শেরেবাংলা নগর, শাহজাহানপুর, বিমানবন্দর ও রমনা থানা এলাকায় এ মিছিলগুলো করা হয়। এসব মিছিলে যারা অংশ নেন, তাদের গ্রেপ্তারেও অভিযান চলমান।
১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
পাশাপাশি যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
এআর