রাজধানী থেকে সহযোগীসহ আয়েশা গ্রুপের প্রধান গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:৪০ পিএম

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপের সহযোগী’ ‘আয়েশা গ্রুপ’ এর প্রধান মোঃ আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

সোমবার (১৪ জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র‍্যাব - ২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ খালিদুল হক হাওলাদার।

খালিদুল হক জানান, সাম্প্রতিক সময়ে র‍্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেল বুনিয়া সোহেল, মাদক বাদশানী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী 'কব্জিকাটা গ্রুপ' এর প্রধান মোঃ আনোয়ার, শুটার আনোয়ার এবং কব্জিকাটা আনোয়ারের সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত 'কব্জিকাটা গ্রুপ' এর সহযোগী সন্ত্রাসী 'আয়েশা গ্রুপ' এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ০৬টি সামুরাই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত 'কব্জিকাটা গ্রুপ' এর সহযোগী সন্ত্রাসী 'আয়েশা গ্রুপ' এর প্রধান মোঃ আসাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সে ও তার সহযোগীরা মাদকব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। রাজধানীর আদাবর এলাকায় আরশাদকে ও তার সহযোগীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ২৯ জুলাই আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে আয়েশা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে গত ৩০ জুলাই আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব গ্রেপ্তারের উদ্দ্যোগ গ্রহণ করে এবং রোববার র‍্যাব-২ কর্তৃক আয়েশা ও তার সহযোগী উৎসুককে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতিসহ ০৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‍্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান র‍্যাব ২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ খালিদুল হক হাওলাদার।

এসএএস/পিএস