পলক-মেনন-দস্তগীর-আতিকুল নতুন মামলায় গ্রেপ্তার

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১১:৫৯ এএম

রাজধানীর বনানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. শাহজাহান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

গ্রেফতার দেখানো চারজন হলেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এদিন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের সবার মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মো. শাহজাহান। চার দিন পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মৃত শাহজাহানের মা সাজেদা বেগম গত ১৮ ডিসেম্বর বনানী থানায় ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্তে উঠে আসে উচ্চপর্যায়ের নেতাদের নাম।

মামলার তদন্ত করছে বনানী থানা পুলিশ।

এম