ইডেন ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন বাতিল

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১২:০৬ পিএম

ইডেন মহিলা কলেজ শাখার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা-কে আপিল বিভাগ জামিন দেননি। সোমবার (২৭ অক্টোবর) সকালে তিন সদস্যের আপিল বেঞ্চ, যা নেতৃত্ব দেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, রিভার মামলায় তিন মাস পর ফের জামিন শুনানির দিন ঠিক করেছেন।

রিভার বিরুদ্ধে মামলা ডিবি তদন্ত করছে, যা শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে। এজন্য জামিন দেওয়া সমীচীন হবে না। রিভার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেনের ছাত্রীরাও অংশগ্রহণ করেছিলেন। এই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে। এরপর থেকে রিভা আত্মগোপনে ছিলেন।

এম