ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: অবৈধ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত কয়েকটি প্রতিষ্ঠান মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করে। এতে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ ঝুঁকির মুখে পড়ে।

এ ঘটনায় ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ ৬৭ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রয়োজনীয় প্রমাণপত্র সংগ্রহ ও তদন্ত সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।

দুদকের এক কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংকের এই অনিয়মিত ঋণ বিতরণ প্রক্রিয়া দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। দুদক এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

দুদক সূত্র আরও জানায়, এই মামলাটি চলমান বড় অঙ্কের অর্থ আত্মসাতের মধ্যে অন্যতম। পূর্বে অনুরূপ অভিযোগে ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের অনিয়মের তদন্ত করছে সংস্থাটি।

এএইচ/পিএস