ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শনিবার বিকেলে স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেফতার হওয়া ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমকে ২০০ টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।
এর আগে দুপুরে হাতিরঝিল থানার পুলিশ হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে হিরো আলমকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতে তোলা হয়।
মামলার প্রসঙ্গটি হলো, গত ২৩ জুন মডেল-অভিনেত্রী রিয়া মনি হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহের কারণে হিরো আলম রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার জন্য হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডেকে নিয়ে ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে রিয়া মনিকে পিটিয়ে আহত করা হয় এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
বাদীর আইনজীবী জানান, হিরো আলম পূর্বে জামিনে ছিলেন, কিন্তু জামিনের শর্ত না মানায় রিয়া মনি আদালতে তার জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এরপরই শনিবারের জামিন মঞ্জুর করা হয়।
এসএইচ