একদিনে আ.লীগের ১৬৪৯ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ককটেল উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৫ পিএম
ফাইল ছবি

জুলাই হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, গোলাবারুদ ও ককটেল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় জানানো হয়, একদিনে ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার ও ককটেল বোমা উদ্ধার হয়েছে। সহিংসতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৪৯ জনকে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ড মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতা বাড়তে থাকে।

গত এক সপ্তাহে অন্তত ৪০টির বেশি যানবাহনে আগুন দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল ও নজরদারি আরও জোরদার করেছে।

এসএইচ