দুই ভবনের মাঝে পড়ে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুনতাসিম নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে তার লাশ পাওয়া যায়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যু রহস্যজনক কি না তা তদন্ত করা হচ্ছে।

পিসাবের অনুসন্ধান অনুযায়ী, মুনতাসিম ক্লাসে উপস্থিত থাকার সময় কোনো কারণে ক্লাস থেকে বের হন। কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে কোনো বাহ্যিক আঘাত বা অস্বাভাবিকতা দেখা না গেলেও এমন আবদ্ধ স্থানে মৃত্যু বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করছে এবং বিস্তারিত পরবর্তী সময়ে জানা যাবে।

এসএইচ