ঢাকা: ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
আদালত উল্লেখ করেছে, টিউলিপ তার মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ভাই রাদওয়ান মুজিবের নামে প্লট বরাদ্দে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবকে প্রভাবিত করেছেন। বিচারক মো. রবিউল আলম বলেন, আসামি সরাসরি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে প্রভাব বিস্তার করেছিলেন, যা সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচলে ছয়টি প্লট তাঁর পরিবারে বরাদ্দ হয়। নিজ নামে একটি প্লট নেওয়ার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বরাদ্দ হয়।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে। এরপর গত জানুয়ারি এই ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা করা হয়।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা আসে ১০ কাঠার একটি প্লট বরাদ্দে তাঁর রাজনৈতিক প্রভাব ব্যবহার করার অভিযোগে। বাংলাদেশে কোনো বিদেশি আইনপ্রণেতার বিরুদ্ধে সাজা এটাই প্রথম।
টিউলিপ ইতিমধ্যেই সব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
শেখ রেহানার প্লট সংক্রান্ত মামলার রায় প্রকাশের কারণে ঢাকার আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর আগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের মামলায়ও সাজা হয়েছে। রাদওয়ান ও আজমিনার প্লট সংক্রান্ত মামলার রায় এখনও বাকি রয়েছে।
এসএইচ