ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া আইনসম্মত বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রেফারেন্স ও সাংবিধানিক ব্যাখ্যার আলোকে হাইকোর্টের এই রায় অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল আবেদন খারিজ করে এ আদেশ দেন। ফলে অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন কাঠামো ও প্রশাসনিক বৈধতা নিয়ে আর কোনো আইনি বাধা থাকল না।
হাইকোর্টে করা রিটে অন্তর্বর্তী সরকারের শপথপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু আদালত আগেই রায় দিয়েছিল—সাংবিধানিক প্রেক্ষাপটে এবং দেশের পরিস্থিতি বিবেচনায় সরকারের গঠন প্রক্রিয়া বৈধ। আজ আপিল বিভাগ সেই রায়ই বহাল রাখল।
এম