রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ে খুনের ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার প্রকৃত পরিচয় জানা গেছে। তার প্রকৃত নাম-পরিচয় ও তার স্বামীর নামও জেনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গৃহকর্মী আয়েশা, যিনি গত সোমবার সকালে খুনের ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন, তার আসল নাম ও পরিচয় শীঘ্রই গণমাধ্যমের সামনে আনা হবে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাকে ধরতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল (১৫) শ্বাসরোধ ও ছুরিকাঘাতের মাধ্যমে খুন হয়েছেন। তাদের মরদেহের উপর ৩০টি এবং ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী স্কুলড্রেস পরিহিত অবস্থায় দুপুর ৯টা ৩৫ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে যান।
গোয়েন্দারা ধারণা করছেন, খুনের সময় গৃহকর্মী বাড়িতে একাই ছিলেন। ঘটনার পর বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে।
এ ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী, স্কুল শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, হত্যার জন্য গৃহকর্মী আয়েশাকে দায়ী করে মামলা করেছেন। তিনি জানান, স্ত্রী ও মেয়ে হত্যার পর গৃহকর্মী তার বাসা থেকে ফোন, ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।
গোয়েন্দা সংস্থা ও পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আয়েশার অবস্থান শনাক্তের চেষ্টা করছে। পুলিশের ধারণা, গৃহকর্মী এই হত্যাকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি ঘটনার পর তার মোবাইল ফোন বন্ধ ছিল এবং সঠিক কোনো ঠিকানা বা পরিচয়ও দেননি।
ময়নাতদন্ত শেষে নিহত দু'জনের মরদেহ নাটোরে তাদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও হত্যার পেছনের কারণ এবং পুরো ঘটনার সঠিক ক্লু এখনো উদঘাটিত হয়নি।
এম