সরকারি নিয়মের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২০, ১০:১২ এএম

ঢাকা : বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারি নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ আশুলিয়ায়সহ দেশের বিভিন্ন স্থানে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর অদুরে আশুলিয়ার সড়ক-মহাসড়ক চলাচলকারী বাসগুলোতে এমন অনিয়ম লক্ষ্য করা গেছে।

স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন সড়কের মতো আশুলিয়াও সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। প্রথম দিনেই যাত্রীদের অভিযোগ, নিয়মের বেশি ভাড়া নেয়া হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিতেও। পূর্বে ন্যায় যাত্রীবহন করলেও তাতে কোনো প্রকাশ ছাড় দেয়া হচ্ছে না। 

এর আগে সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে গণপরিবহণ চলাচল শুরু করে।যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ছাড়াও মানা হচ্ছে একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম। অনেক পরিবহনে এ নিয়ম মানা হলেও কিছু কিছু পরিবহনে মানা হচ্ছে না।

বাড়তি ভাড়া নেয়ায় বিষয়ে বাসের হেলপার বলছে, সরকারি নিয়ম মেনেই ভাড়া নেয়া হচ্ছে। আবার অনেক যাত্রী তার চেয়ে কম ভাড়া দিচ্ছে। এমন বিষয় কিছু কিছু যাত্রীদেরও ক্ষেত্রে আমরা মেনেও নিচ্ছি।

এ বিষয়ে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ছাত্তার জানান, ভোর থেকেই মহাসড়কগুলো গণপরিবহনের ব্যাপক চাপ দেখা যাচ্ছে। অধিকাংশ বাস স্বাস্থ্যবিধি মানলেও, কেউ কেউ মানছে না। তবে যেসব পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সোনালীনিউজ/এএস