আশুলিয়ায় মিনি ক্যাসিনো থেকে ২১ জন আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০, ০২:০৬ পিএম

ঢাকা: ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো (জুয়ার আসর) থেকে মাদকদ্রব্যসহ ২১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রোববার (২৫ অক্টোবর)  দুপুরে র‌্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেন র‌্যাব ৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

আটককৃতরা হলো বিল্লাল হোসেন (৩৮),জুয়েল (২৮),মইদুল ইসলাম (৩২),সবুজ মিয়া (২৮),শরিফ (২৮),লিটন (৩২),রবিউল মোল্ল্যা,(২৪),আবু তালেব (২০),দিয়াজুল ইসলাম (২০),শিপন (২০),আব্দুল আলিম (৩৫),আজাদুল ইসলাম (৫০),সোহেল মোল্ল্যা (৩২),আসাদুল ইসলাম (৩০),এখলাছ (৩৫),মঈন মিয়া (২৮),মাসুদ রানা (২০),হাবিবুর রহমান (৪৭),রুবেল মিয়া (৩৩),ফজলে রাব্বী (২২),রনি ভুঁইয়া (২৫),। 

র‌্যাব-৪ জানায়, আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় ক্যারম খেলার আসর বসে। ক্যারমের আড়ালে দোকানের ভেতরের অংশে ছোট আকারে ক্যাসিনো চালানো হতো। গোপন সূত্রে এ তথ্য পেয়ে র‌্যাব ৪-এর একটি দল শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালায়। এ সময় ২১ জনকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও ২০টি বিয়ার জব্দ করা হয়।  
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, অভিযান চালিয়ে ওই ক্যাসিনো বন্ধ করে দেয়া হয়েছে। ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এআই/এএস