রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদকে আত্মস্থ করলে ভুল করবে: র‍্যাব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১২:৫৮ পিএম

ঢাকা: নির্বাচন কালীন সময়ে জঙ্গিবাদকে কোনো রাজনৈতিক দল যদি উদ্বুদ্ধ করে বা আত্মস্থ করে তাহলে বড় ধরনের ভুল করবে। যদি এই ধরনের তথ্য র‍্যাব পায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৬ জুন) কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদকে ব্যবহারের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। তবে কেউ যদি করে তবে সেটা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। 

র‍্যাবের গোয়েন্দারা ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছে। তবে দেশের মানুষ জঙ্গিদের গ্রহণ করেনি। রাজনৈতিক দলগুলোও জঙ্গিবাদকে আত্মস্থ করবে না।

সোনালীনিউজ/এআর