দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ২৩.৯০শতাংশ

গ্রামীণফোনের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২০, ১২:১৯ পিএম

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বতীকালীন ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট।

দেশের শীর্সস্থানীয় টেলিকম কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.৩০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৩.৩৭ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.০৭ টাকা বা ০.৫২ শতাংশ।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৩৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭.০৭ টাকা। এ হিসেবে মুনাফা কমেছে ১.৬৯ টাকা বা ২৩.৯০ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৭০ টাকায়।

গ্রামীণফোন ২০১৯ সালে কোম্পানিটি পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ হারে (প্রতি ১০ টাকার শেয়ারে ৪ টাকা) চূড়ান্ত আর্থিক লভ্যাংশ ঘোষণা করেছে।
 
সোনালীনিউজ/এলএ/এএস