লোকসানে ট্রান্সটেক লাইটিং

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ১২:২৮ পিএম

ঢাকা: “ট্রান্সটেক লাইটিং” এর কোম্পানি বাংলাদেশ (বিডি) ল্যাম্পস লিমিটেডের ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে লোকসান গুনতে হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে শেয়ার প্রতি লোকসান করেছে ৯ টাকা ৮৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ১২ পয়সা। করোনার কারনে বিদায়ী অর্থবছরের শেষের তিন মাস দেশব্যাপী লকডাউন থাকায় কোম্পানিটির আয়ে বড় ধরনের ধাক্কা লাগে বলে জানা গেছে।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৯৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৭০ পয়সা।
 
ট্রান্সকম গ্রুপের সহযোগি কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

সোনালীনিউজ/এলএ/এএস