বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৩:২৩ পিএম

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, (২০১৯-২০২০) অর্থবছরে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১২ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

সোনালীনিউজ/এএস