আয় কমেছে বেক্সিমকোর 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ০৩:৪৩ পিএম

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) হয়েছে ০.১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৭০.৩২ টাকা।

বেক্সিমকো লিমিটেড পুঁজিবাজারের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। এটি পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। কোম্পানিটিতে স্পন্সর/ডিরেক্টরদের শেয়ার রয়েছে ২০.১৫ শতাংশ, ইনস্টিটিউট শেয়ার ২১.১৬ শতাংশ, বৈদেশিক বিনিয়োগকারীদের শেয়ার ৭.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫১.৪২ শতাংশ।

সোনালীনিউজ/এএস