সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ১১:১০ এএম

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেন সকাল ১১টা পর্যন্ত সূচকের পাশাপাশি কমেছে বেশরভাগ কোম্পানির শেয়ার দর।

সোমবার (৩০ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৭০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৫১ লাখ ৯২ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ