ডমিনেজ স্টিলের লেনদেন শুরু বুধবার

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০, ০৮:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার লেনদেন বুধবার (২ ডিসেম্বর) থেকে দেশের উভয় শেয়ারবাজারে শুরু হবে।

‘এন’ক্যাটারিভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ট্রেডি কোড হবে “DOMINAGE” এবং কোম্পানি কোড হবে : ১৩২৪৯।

ডমিনেজের আইপিওতে গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে, যা প্রায় ২০ গুণ বেশি। 

এর আগে গত ২৬ আগস্ট বিএসইসির ৭৩৭তম কমিশন সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা খাতে ব্যয় করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ