‘ঘাটতি অর্থায়নই অন্যতম দুর্বলতা’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০১৬, ১২:১৮ পিএম

নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি অর্থায়নকে অন্যতম দুর্বলতা বলছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রাজধানীর লেকশোর হোটেলে শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহের প্রবণতা বাড়ায় ঋণ পরিশোধে ব্যয় বেড়ে যাবে। 

রফতানি লক্ষ্যমাত্রাকে যুক্তিসঙ্গত উল্লেখ করলেও রেমিট্যান্সের লক্ষ্যপূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন সিনিয়র এই গবেষক।

সোনালীনিউজ/ঢাকা/আমা