মার্জিন ঋণের সুদ হার বেঁধে দিল বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০৫:৫৬ পিএম

ঢাকা : মার্জিন ঋণে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 
  
বুধবার (১৩ জানুয়ারি) কমিশনের নিয়মিত ৭৫৭তম সভা এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল-উল-ইসলাম। বিএসইসি নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। 

জানা যায়, স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার (পোর্টফোলিও ম্যানজার)কর্তৃক মার্জিন ঋণ (Margin Loan) প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট হইতে কষ্ট অব ফান্ড এর সহিত অতিরিক্ত ৩ শতাংশ স্পেড আদায় করিতে পারিবে কিন্তু তা কোন ভাবেই ১২ শতাংশের বেশি হইতে পারবেনা বলে নির্দেশনা দেয় বিএসইসি।

সোনালীনিউজ/এএস