সূচকের উত্থানে প্রথম ঘণ্টায় লেনদেন ৯৭২ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১১:১৩ এএম

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন চলছে।আজ ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৯৭২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

রোববার (১৭ জানুয়ারি’ ২০২১) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসই’র ব্রড ইনডেক্স  ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬৫ পয়েন্টে। আর এদিন ডিএসই শরিয়াহ সূচক ০ পয়েন্ট কমে ১৩২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২২৫২ পয়েন্টে।

প্রথম ঘণ্টার বাজার আপডেট- স্কিনশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির। 

বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস