এনসিসি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০১:৪৫ পিএম
ডিজিটাল প্ল্যাটফর্মে এনসিসি ব্যাংকের সাধারণ সভা (ইজিএম)

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণের লক্ষ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ৫০০ কোটি টাকার ইস্যুকৃত বন্ড থেকে প্রয়োজনীয় অংশ যথাসময়ে কমন শেয়ারে রূপান্তরের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সোমাবার (১৮ আনুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে এনসিসি ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এই প্রস্তুাবের অনুমোদন দেয়া হয়।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন বলেন, ‘বর্তমানে ব্যাংকের শেয়ারহোল্ডারস ইকুইটি, মোট সম্পদ, ইপিএস ইত্যাদি পর্যায়ক্রমে বাড়ছে। অন্য দিকে কষ্ট অব ফান্ড ও মোট বিরূপ শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমে আসছে। যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেল রেটিং এ আমাদের উন্নতি পরিলক্ষীত হচ্ছে।’

ইজিএমে ভাইস-চেয়ারম্যান মো. আবুল বাশার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে মো. আবদুল আউয়াল, সোহেলা হোসেন, খায়রুল আলম চাকলাদার, তানজীনা আলী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজসহ আরও অনেকে অংশ নেন।

সোনালীনিউজ/এএস