গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৯:০২ পিএম

ঢাকা : করোনা মহামারির মধ্যেও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির প্রকাশিত চলতি হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২৭ জানুয়ারি) কোম্পানিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৫ টাকা ৫৬ পয়সা।

এছাড়া উক্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৮ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ২৮ টাকা ৪০ পয়সা।

গ্রামীণফোন লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২১।

আগামী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টা ডিজিটাল প্লার্টফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। 
 

সোনালীনিউজ/এএস