ডিএসই’র বাজার মূলধন কমলো আরও ৪ হাজার ৭শ’ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৪:০০ পিএম
ফাইল ফটো

ঢাকা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলো বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ৭শ’ কোটি টাকারও বেশি।

আজ বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইট থেকে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসইর বাজার মূলধন সদ্য বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জানুয়ারি) লেনদেন শুরুকালে ছিল ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসই’র বাজার মূলধন কমেছে ৪ হাজার ৭০৮ কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকা।

এর আগের সপ্তাহে (২৪-২৮ জানুয়ারি) ডিএসই’র বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছিল ৮ হাজার ২৭৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা। তারও আগের সপ্তাহে (১৭-২১ জানুয়ারি) হারিয়েছিলো ৯ হাজার ৪২০ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

সদ্য বিদায়ী (৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি) সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ টাকা। এর আগের সপ্তাহে (২৪-২৮ জানুয়ারি) এ লেনদেন হয়েছিলো ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২ হাজার ২৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকা। 

এদিকে,সদ্য সমাপ্ত সপ্তাহ (৪ ফেব্রুয়ারি) শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৭ পয়েন্টে। যা সপ্তাহের শুরুতে (৩১ জানুয়ারি) ছিলো ৫ হাজার ৭২৪ দশমিক ৩৫ পয়েন্ট। পাশাপাশি শরিয়াহ সূচক ওই সময়ে ১৯ দশমিক শূণ্য ৯ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২৬১ দশমিক ৩০ পয়েন্ট। যা সপ্তাহের শুরুতে ছিলো ১ হাজার ২৮০ দশমিক ৩৯ পয়েন্ট। আর ওই সময়ে ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৭৩ দশমিক ৭৩ পয়েন্ট। যা সপ্তাহ শুরুকালে ছিলো ২ হাজার ১৯১ দশমিক ২০ পয়েন্ট।

সোনালীনিউজ/এমএইচ