সূচকের পতনে কমেছে লেনদেনও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৩:৩৩ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন গত কর্যদিবসের থেকে লেনদেন কমেছে ৮৬ হাজার ৫৩ লাখ ৬ হাজার টাকা। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স আজ ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৪৭ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক শূণ্য দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১৪৬ পয়েন্টে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট। আজ লেনদেন ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১৭৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ