ই-জেনারেশনের লেনদেন শুরু মঙ্গলবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ১২:১৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: শেয়াবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান ই-জেনারেশন লিমিটেডের লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড ‘EGEN’ এবং কোম্পানি কোড ২২৬৫২।

এর আগে চাহিদার তুলনায় আইপিওতে বেশি আবেদন জমা পড়ার কারণে কোম্পানিটি লটারির মাধ্যমে শেয়ারহোল্ডারদের শেয়ার বরাদ্দ দিয়েছে।

কোম্পানির আইপিও আবেদন গত ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছিল। গত ২১ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু হয়। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানির ডিজিটাল প্লাটফর্ম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮২ টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

সোনালীনিউজ/এমএইচ