প্রথম ঘন্টায় লেনদেন ৬শ‍‍` কোটি ছাড়ালো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২১, ১১:২৫ এএম
সংগৃহীত

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কাযদিবসে আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। 

রোববার (২ মে) সপ্তাহের প্রথম কার্যদিবস। দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের এমন চিত্র দেখা গেছে।

বেলা ১১টা  পযন্ত ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৫৫১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২৫৩ ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে   দাঁড়িয়েছে ২১১৪ তে।

আলোচ্য সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টি, কমেছে ৮৫টি আর অপরিবর্তিত রয়েছে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময়ের মধ্যে ৬৪৬কোটি ৮৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ