সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২১, ১১:৪৯ এএম

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কাযদিবসেও সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন চলছে। এ-সময় বেশি ভাগ কোম্পানির শোয়ার দর বেড়েছে। 

 বুধবার  (১২ মে) ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫ হাজার ৭৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১২৭১ ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৮৫ তে।

আজ লেনদেন হওয়া ৩৫২ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৬টি, কমেছে ১০৮টি আর অপরিবর্তিত রয়েছে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬৯৩ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এইচএন