পটুয়াখালীতে শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ত্রাণ সামগ্রী বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২১, ০২:৩২ পিএম
প্রতিনিধি

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)এর বিস্তার লাভ করায় এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে 
দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে।

সে প্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। 

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের খেপু পাড়া শাখার উদ্যোগে এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ত্রাণ হিসেবে শতাধিক পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং সেমাই বিতরণ করা হয়েছে।


সোনালীনিউজ/এসআই