এমডি নিয়োগে ব্যর্থতায় ডিএসই’র ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২১, ০২:১২ পিএম
ফাইল ফটো

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হচ্ছে তিন কাযদিবসের মধ্যে জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ডিএসইকে আজ মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সময় দেওয়া হয়।

গত রোববার (১৬ মে) ডিএসইকে পাঠানো বিএসইসির এক চিঠি সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ গত ৩১ ডিসেম্বর ২০২০ সাল থেকে এমডি ছাড়াই চলছে। এমতাবস্থায় কেন ডিএসই এমডি নিয়োগ দিচ্ছে না তা সিকিউরিটিজ আইনের ২০১৩ মোতাবেক ৩ কার্য দিবসের মধ্যে জানতে চেয়ে ডিএসইর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগ পত্র জমা দেন। পরবর্তীতে গত জানুয়ারি মাসে তিনি বিদায় নেন। এরপর থেকে ডিএসই ভারপ্রাপ্ত এমডি দিয়েই চলছে।

সোনালীনিউজ/এমএইচ