বিকন ফার্মার মুনাফা ৪৯৫ শতাংশ বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২১, ০১:১৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি কোম্পানিটির মুনাফা ৪৯৫ শতাংশ বেড়েছে। 

বুধবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ২.৭২ টাকা বা ৪৯৫ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.৭৬ টাকা বা ৭০৪ শতাংশ বেড়েছে।

৩১ মার্চ ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমান  (এনএভি) দাঁড়িয়েছে ২২.৭২ টাকায়।

সোনালীনিউজ/আরএইচ