ফারইস্ট স্টক এন্ড বন্ডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৭:২৪ পিএম
ফাইল ফটো

ঢাকা: “ফারইস্ট স্টক এন্ড বন্ড লিমিটেড” এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

রোববার (৩০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।    

জানা গেছে, কমিশনের নির্দেশনা পরিপালনে ব্যর্থতা, পুঁজিবাজারের শৃংঙ্খলা রক্ষা এবং বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ২০ এ প্রদত্ত ক্ষমতা বলে কমিশন কর্তৃক উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়।

সোনালীনিউজ/আরএইচ