এফএএস ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২১, ১০:৪৮ এএম
ফাইল ছবি

ঢাকা : সিকিউরিটিজ আইন অমান্য এফএএস ফাইন্যান্স পুনর্গঠন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩১ মে) রাতে সোনালী নিউজের হাতে এই সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছেছে।

জানা গেছে, এফএএস ফাইন্যান্স লিমিটেড কোম্পানির উদোক্তা  পরিচালকরা বিএসইসির আইন অনুযায়ী ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে। 

চলতি বছরের  ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৩.৩০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ ৪৫ কার্যদিবসের মধ্যে কোনো প্রকার এজিএম বা ইজিএম আয়েজনেও  ব্যর্থ হয়েছেন।

এদিকে এফএএস ফাইন্যান্সের পুনর্গঠনকৃত পর্ষদ প্রধান করা হয়েছে এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাবেক সিইও ও এমডি মো. নূরুল আমিন।

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো.সাইফুদ্দিন খান, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. আলী, আব্দুল্লাহ আল মামুন, মো. সেলিম। এছাড়া দুজন মনোনীত পরিচালক রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ