বাজেট : কর কমছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৫:৫০ পিএম

ঢাকা : বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২১-২০২২ সালের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেটে পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব দেন।

প্রস্তাতি বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০০৯-২০১০ অর্থবছরে সরকার রাজস্ব আদায়ে শেয়ারবাজারের তালিকাভুক্ত নন-লিস্টে  কোম্পানির কর হার ছিল ৩৭ দশমিক ৫ শতাংশ।  যা কমিয়ে  ২০২০-২১ অর্থবছরে ৩২.৫ শতাংশ করা হয়েছে। এই বাজেট প্রণয়নের ক্ষেত্রেও এই বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। 

অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবনায় লিস্টেড কোম্পানির কর হার বিদ্যামন ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫০  শতাংশ করার প্রস্তাব করেন।  এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে কর হার কমিয়ে ৩২ দশমিক ৫০ থেকে ৩০ শতাংশের প্রস্তাব করেন।

সোনালীনিউজ/এমএএইচ