২ ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৪০০ কোটি টাকার বেশি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০২১, ১২:১৮ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊধ্বমুখি প্রবণতায় লেনদেন ১৪’শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

বৃহস্পতিবার (১০ জুন) ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই'র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ০৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৬  পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০২ ও ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৪-তে দাঁড়িয়েছে। 
 
বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া ৩৬৭ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৮টির ও কমেছে ১০৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের। এই সময়ে টাকার অংকে এক হাজার ৪৪৯ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ