ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ১০:৫৭ এএম

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন গড়াচ্ছে। এদিন সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও ইউনিটও।

বুধবার (৭ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক এসময় ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৭ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩৩৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২২৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এসময় লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৭টি, কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ২৮৯ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ