দেশ যতটা এগিয়েছে ততটা ব্র্যান্ডিং হয়নি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৪:০৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ যতটা এগিয়ে গেছে, বৈশ্বিক বাজারে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা ততটা প্রচার করতে পারিনি। আমরা ব্র্যান্ডিংয়ে অনেক পিছিয়ে রয়েছি। কিছুদিন আগে আমরা আমেরিকাতে চারদিনের একটা রোড শো করেছি, সেখানেও প্রবাসীসহ সকল বক্তারা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকার কথাই বলেছেন। 

বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সহযোগিতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কতৃক আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর প্রাক প্রস্তুতি অনুষ্ঠানে রোববার (১২ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তিতায় তিনি একথা বলেন। 

আগামী ২৮-২৯ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সামিটটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সামিটটি উদ্বোধন করবেন। 

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর প্রাক প্রস্তুতি অনুষ্ঠানে সালমান এফ রহমানসহ অন্যান্যরা

সালমান এফ রহমান বলেন, ওই রোড শো’তে আমেরিকার ব্যবসায়ীরা জানিয়েছে, তারা বাংলাদেশ সম্পর্কে নতুন ধারণা পেয়েছে। বাংলাদেশ যে এতটা এগিয়ে গেছে সেটা তাদের জানা ছিলো না। তারা আমাদের ব্র্যান্ডিং বাড়ানোর পরামর্শ দিয়েছে। 

‘আমি মনে করি বিডাসহ অন্যান্য বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর এই উদ্যোগ আমাদের ব্র্যান্ডিংয়ে যথেষ্ট ভূমিকা পালন করবে’, যোগ করেন তিনি।

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর প্রাক প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিতিরা

সালমান এফ রহমান বলেন, আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছি। এই মুহূত্বে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো বিনিয়োগ বাড়ানো। আশা করি ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ সেই লক্ষ্য পূরণে অনেকটা সহায়ক হবে। 

অনুষ্ঠানে বলা হয়, করোনা মহামারী পরিস্থিতিতে সামিটটি শারীরিক ও ভার্চুয়াল দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে, যা কার্যকর জনসংযোগ, মতবিনিময় এবং অংশীদারিত্বের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উচ্চ বিকাশমান খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণে বিশেষ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানের শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সামিটটি সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর করেন।

সোনালীনিউজ/এমএইচ