চলতি সপ্তাহে বোর্ড সভা করবে ৫ কোম্পানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৫:৩৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা করবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওয়াটা কেমিক্যাল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিনডে বিডি, ইসলামী ব্যাংক, ও ন্যাশনাল ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ওয়াটা কেমিক্যালের ২০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, ইসলামী ব্যাংকের ২১ অক্টোবর দুপুর আড়াইটায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২১ অক্টোবর বিকাল ৩টায়, লিনডে বিডির ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় এবং ন্যাশনাল ব্যাংকের ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কোম্পানিগুলোর বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

সোনালীনিউজ/এমএইচ