রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:৩২ পিএম
ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বুধবার (২৭ অক্টোবর) পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটি এমন ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আগের অর্থবছরেও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা। যা আগের অর্থবছরে হয়েছিলো ১ টাকা ৯৭ পয়সা।

চলতি বছরে ২০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সা। যা আগের অর্থবছরে ছিলো ৬৩ টাকা ৩৯ পয়সা।

এদিকে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ ডিসেম্বর।

এছাড়া লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

সোনালীনিউজ/এমএইচ