বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনবে জাপানের সফটব্যাংক

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১০:২০ এএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের অন্যতম বৃহত্তম মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনবে জাপানের সফটব্যাংক।

বিকাশের সিংহভাগ শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংকের ৩০৭তম পর্ষদ সভায় বুধবার (১০ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয়।

ব্র্যাক ব্যাংকের এক বিবৃতি জানানো হয়, ব্যাংকটির পর্ষদ সভায় বিকাশ এবং এর বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে একটি শেয়ার ক্রয় এবং সাবস্ক্রিপশন চুক্তি সম্পাদনের অনুমোদন দেয়া হয়েছে।

সিদ্ধান্ত আনুযায়ি, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপাই সিঙ্গাপুর ই-কমার্স প্রাইভেট লিমিটেড এবং বিকাশের কর্মকর্তারা তাদের শেয়ার বা সম্পদ ব্যাংকটির কাছে বিক্রি করতে পারবে।

সভায় জানানে হয়, সফটব্যাংক বিকাশের প্রাথমিক এবং সেকেন্ডারি উভয় প্লাটফর্মের বিনিোগকারীদের থেকে ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।

তবে ক্রয়-বিক্রয় শেষে বিকাশে ব্র্যাক ব্যাংকের শেয়ারের সংখ্যায় কোনো পরিবর্তন হবে না। অথাৎ নতুন কোন শেয়ার ইস্যু করা হবে না। তাছাড়া সফটব্যাংক শেয়ার অধিগ্রহণের পরও বিকাশের সংখ্যাগরিষ্ঠ ভোটিং শেয়ারহোল্ডার হিসেবে ব্র্যাক ব্যাংকই থাকবে।

বাংলাদেশের কোম্পানি আইন মেনেই চুক্তিটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিকাশ।

সোনালীনিউজ/এমএইচ