ডাবল সেঞ্চুরির কাছাকাছি ডিম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২২, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: দেশের বাজারে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দাম বাড়ার দৌঁড়ে অন্যতম ডিম। দেশি মুরগির ডিম ডজন পৌঁছে গেছে ডাবল সেঞ্চুরির কাছাকাছি।

বাজার ঘুরে দেখা গেছে, লাল ডিমের ডজন ১৩০ টাকা, হাঁসের ডিম ১৬০ টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৯০ টাকা ডজন।

বিক্রেতারা বলছেন, বাজারের মাছ-মাংসের দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এছাড়াও বন্যার কারণে ডিমের উৎপাদন কম থাকায় দাম বেড়েছে।

শুধু ডিম নয়, বাজারে দাম বেড়েছে প্যাকেট আটা, সবজি ও মুরগিরও।আগের দামে বিক্রি হচ্ছে কেবল আলু। আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। পেঁয়াজে কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। আর একটু ভাল মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা।

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

সোনালীনিউজ/আইএ