আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল শাহজালাল ইসলামী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৯:২২ পিএম

ঢাকা: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) 'বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২১' এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) পদক পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। 

এই ক্যাটাগরিতে অন্যান্যদের মধ্যে ২য় (রৌপ্য) পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আইসিএমএবি ফ্ল্যাগশিপ ইভেন্টে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামি ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এএইচ/আইএ