ইসলামী ব্যাংকের বিনিয়োগে সফল উদ্যোক্তা হওয়ার গল্প

  • অর্থনীতি রিপোর্ট | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৬, ১২:২২ পিএম

‘এক সময় আমার ভাঙা ঘর ছিল। ঘরের চাল দিয়ে পানি পড়ত। রাতে বৃষ্টি হলে ছেলে-মেয়েদের নিয়ে বসে বসে নির্ঘুম রাত কাটাতাম। এখন আমার পাকা বাড়ি হয়েছে। ছেলেমেয়েরা লেখাপড়া করছে। সংসারের আয় বেড়েছে। সবাইকে নিয়ে সুখেই কাটছে আমার দিন।’

কথাগুলো বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমিন বাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক রোকেয়া বেগম। ১০ বছর আগে তিনি ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প থেকে পাঁচ হাজার টাকার বিনিয়োগ নিয়ে গবাদি পশু লালন-পালন শুরু করেন। আস্তে আস্তে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে। এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা।

ইসলামী ব্যাংকের আমিন বাজার শাখা আয়োজিত শনিবার পল্লী উন্নয়ন প্রকল্পের শাখা কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠানে রোকেয়ার মতো সফলতার গল্প উপস্থাপন করেন মিলন রানী, শেফালী আক্তার, পাভীন আক্তার, শোভা রানী, দিপ্তী রানীসহ অনেকে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মো. হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. বোরহান উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার-উল-আলম। প্রশিক্ষণে ২৫০ জন কেন্দ্রপ্রধানসহ মোট ৩০০ জন পল্লী উন্নয়ন প্রকল্প গ্রাহক অংশগ্রহণ করেন। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২০ হাজার গ্রামের ১০ লাখ প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই