বোনাস শেষ, বেতন হলো ৯১ ভাগ : বিজিএমইএ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৬, ০৩:৪৬ পিএম

আসন্ন ঈদুল আযহায় দেশের তৈরি পোশাক কারখানার শতভাগ শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়েছে। আর রোববারের (১১ সেপ্টেম্বর) মধ্যেই সবাইকে বিগত মাসের (আগস্ট) বেতন পরিশোধ করা হবে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পোশাক শিল্পখাতের শ্রম পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদের কর্মীদের বোনাস পরিশোধ হয়েছে শতভাগ। অন্যদিকে মোট ৯১ শতাংশ কারখানায় বিগত মাসের বেতন পরিশোধ করা হয়েছে। রোববারের (১১ সেপ্টেম্বর) মধ্যেই বেতন সব পরিশোধ করা হবে।

ঈদে ঘরমুখো মানুষদের রাস্তায় ও যানবাহনে চাপ ও দুর্ভোগ  কমাতে শ্রমিকদের একসাথে ছুটি দেয়া হয়নি।

বিজিএমইএ সভাপতি বলেন, এখন পর্যন্ত ৮৮ ভাগ কারখানায় ছুটি প্রদান করা সম্ভব হয়েছে। রোববারের (১১ সেপ্টেম্বর) মধ্যেই অবশিষ্ট কারখানায় ছুটি দেয়া হবে।

ঈদুল আযহা উপলক্ষে দেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদেরকে ৫ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা বা বোনাস এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধে মালিকদেরকে নির্দেশ দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি